সংস্থা পরিচিতি
আবুজাফর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০১৮ সালে ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। বাস্তন, যুগোপযোগী ও গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। প্রকাশ থাকে যে, আবুজাফর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তার ব্যাপক কার্যাবলীর মাধ্যমে যথেষ্ঠ সুনাম অর্জন করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি শিক্ষার প্রসার ও উন্নয়নের লক্ষ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান নিঃসন্দেহে গৌরবউজ্জ্বল আসন লাভ করতে সক্ষম হবে। ছাত্র-ছাত্রীদের সার্বিক উৎকর্ষ্ সাধন এবং প্রতিষ্ঠানের মান উন্ননের জন্য শিক্ষকমন্ডলী সদা সচেষ্টা । আমাদের দৃঢ় প্রত্যাশা, অত্র প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস ও মানবিক চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা পালন এ সক্ষম হবে।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ:
০১। দায়িত্বশীল ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।
০২। ইংরেজি, গনিত ও কম্পিউটারের ন্যায় আধুনিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ।
০৩। ধর্মীয় শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা অগ্রাধিকার।
০৪। সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষাসফর।
০৫। সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা ।
০৬। ইংলিশ স্পোকেন।