আবুজাফর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

সম্মানিত অভিভাবকদের প্রতি

১। প্রিয় অভিভাবক “দৈনিক পাঠের বিবরণী” বইয়ে নিজের পরিচিতি ও নমুনা স্বাক্ষর দেবেন।
২। প্রতিদিন আপনার সন্তান বিদ্যালয় থেকে বাসায় ফেরার পর ক্লাস ডায়েরী চেক করুন। 
    (শ্রেণি শিক্ষক কোন পিরিয়ডে কি পড়িয়েছেন তা দেখে আপনার সন্তানের উপস্থিতি ও পাঠ সমূহ সম্বন্ধে নিশ্চিত হোন   
     এবং প্রতিদিনের কার্যক্রম বিবরণী পৃষ্ঠার নিচে আপনার জন্য সংরক্ষিত স্থানে মন্তব্যসহ স্বাক্ষর করুন)।  
৩। আপনার সন্তান সঠিক ভাবে স্কুলের নিয়ম কানুন মেনে স্কুলে আসা যাওয়া করে কিনা, এবং বাসায় নিয়মিত পড়ালেখা  
     করে করে কিনা লক্ষ রাখুন।  
৪। “দৈনিক পাঠের বিবরণ” ঝঃঁফবহঃ’ং জঁষবং ঋড়ষষড়ি করে “শিক্ষার্থীদের আচরণ বিধি” অংশটুকু পড়ে আপনার 
     সন্তানকে সে অনুসারে চলতে আদেশ করুন। 
৫। আপনার সন্তানের লেখাপড়া ও চারিত্রিক উন্নতি সম্পর্কে জানার জন্য মাঝে মধ্যে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ  
     রাখুন।  
৬। যে কোনো কারণবসত শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকলে পরবর্তী সময়ে দরখাস্ত সহ অভিভাবক উপস্থিত থাকতে হবে।   
৭ । স্কুল থেকে কোনো বিষয়ে পত্র পাওয়ার পর নিধার্রিত সময়ে শ্রেণি শিক্ষক ও প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন।
৮ । শির্ক্ষাথীদের আনা নেওয়ার সময় অযথা আঙিনায় দারাবেন না, এতে পরিবেশের ও ছাত্রের মনোযোগ নষ্ট হয়। 
৯।  পরীক্ষার ফলাফলের দিন নিধারিত সময়ে এসে পরীক্ষার ফলাফল দেখে যাবেন। প্রয়োজনে শিক্ষকদের সাথে     
      মতবিনিময় করতে পারবেন। ফলাফল প্রকাশের বই বাড়ীতে দেওয়া যাবে না।    
১০ । মনে রাকতে হবে অভিভাবক ও শিক্ষক সম্মিলিত প্রয়াসের ফলে শিক্ষার্থীর পাঠোন্নিতি ও সুন্দর চরিত্র গঠন সম্ভব। 
১১ । সরকারি বিধিমালা অনুয়ায়ী স্কুল পরিচালিত হয়। এতে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।