আবুজাফর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

শিক্ষার্থীদের আচরণ ও বিশেষ নির্দেশনাবলী

১) পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে।
২) স্কুল শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট পূর্বে স্কুলে আসতে হবে। যথারীতি সমাবেশে যোগদান এবং সমাবেশ শেষে সারিবদ্ধভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে।
৩) জাতীয় সংগীত, শপথ বাক্য ও সূরা ফাতিহা শুদ্ধ উচ্চারণে মুখস্ত করতে হবে। 
৪) স্কুল আরম্ব হওয়ার পূর্বে এবং স্কুল ছুটি হওয়ার পরে স্কুল প্রাঙ্গণের কোথাও শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে না। 
৫) মাথার চুল অবশ্যই (ছাত্রদের) ছোট রাখবে, মেয়েদের মাথায় হিজাব পরিধান করবে হাতে নখ বড় রাখা যাবে না।  
৬) জরুরী প্রয়োজন ছাড়া দুই পিরিয়ডের মধ্যবর্তী সময়ে কোন শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাহিরে যেতে পারবে না। 
৭) টিফিন পিরিয়ডের পর সতর্কীকরণ ঘন্টা বাজার সাথে সাথে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রের্ণিকক্ষে প্রবেশ করবে। 
৮) স্কুলের কোন সম্পদ নষ্ট করলে তাৎক্ষণিকভাবে তা মেরামত ও সংস্কারের ব্যবস্থা করবে।  
৯) স্কুলের দেয়ালে, দরজায়, জানালায় বা ডেস্কে কোন কিছু লেখা যাবে না এবং স্কুল প্রাঙ্গন বা শ্রেণিকক্ষ কোনভাবে অপরিচ্ছন্ন করতে পারবে না।    
১০) বহিরাগত কোন বন্ধু বান্ধব নিয়ে কোন ছাত্র/ছাত্রী স্কুলে প্রবেশ করতে পারবে না।   
১১) স্কুলের কোন শিক্ষার্থী পাঠদানের সাথে সংশ্লিষ্ট সরঞ্জামাদী ব্যতিত অন্য কোন সরঞ্জাম  (যেমন মোবাইল, ধারালো কোন জিনিস, যে কোন ধরনের কসমেটিক্স খেলার সরঞ্জাম ইত্যাদি স্কুলে আনা যাবে না। 
১২) বিনা অনুমতিতে কোন শিক্ষার্থী স্কুল ত্যাগ করতে পারবে না। 
১৩) একাধারে তিনদিনের বেশী অনুপস্থিত থাকতে হলে পূর্বেই ছুটি নিতে হবে। সকল ছুটির আবেদনপত্রে অবশ্যই অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে। 
১৪) নিয়মিত পড়া শিখে আসবে এবং বাড়ির কাজ করে আনতে হবে। 
১৫) ছুটির ঘন্টা বাজলে শৃংখলার সাথে শ্রেণিকক্ষ ত্যাগ করবে। 
১৬) কোন অবস্থাতেই বিদ্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন-মেইন সুইচ, সুইচ, সকেট, কাট আউট, ফ্যান, লাইট, তার ইত্যাদি স্পর্শ করা যাবে না।