অধ্যক্ষের বাণী
মোঃ আবু জাফর - অধ্যক্ষ
জ্ঞান, দক্ষতা ও ব্যাক্তিত্ববোধ অর্জনে শিক্ষা অপরিহার্য প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজন যুগোপযোগী আধুনিক শিক্ষা ও দক্ষ শিক্ষক। মানসম্মত শিক্ষা একজন শিক্ষার্থীর মেধাও মননের বহিঃপ্রকাশে সহায়ক ভূমিকা পালন করে। আর সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীকে দক্ষ চৌকস করে গড়ে তোলে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিণত করে সত্যিকার সফল মানুষে। প্রতিষ্ঠালগ্ন থেকে আবুজাফর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নিরিবিচ্ছিন্ন নিষ্ঠা, সততা একাগ্রতার সাথে এ মহান দায়িত্ব পালন করে আসছে।
যে ক্ষুদ্র চারাগাছ থেকে আবুজাফর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মহীরুপে রূপান্তর তার প্রতিটি ডালাপালায় জড়িয়ে আছে সফলতার অসংখ্য উজ্জ্বল পত্র পল্লব। যার অন্যতম সংযোজন বার্ষিকী "প্রত্যাশা" প্রকাশ। শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির প্রকাশ। সৃজনী প্রতিভার উন্মেষ। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মবিশ্বাসে বলীয়ান করে গড়ে তোলতে। যাদের লেখার দূত্যি "প্রত্যাশা" কলবের উজ্জ্বল করছে- তাদের শুভাশিস। এ কর্মযজ্ঞে সফলতার পথে যাদের পরিশ্রম তাদের সাধুবাদ। শুভ হোক প্রত্যাশার পথচলা। আর এটাই আমার অঙ্গীকার।